মুর্শিদাবাদের ডোমকল থানার ধূলাউড়ী গ্রামে হয় মস্তরামের মেলা। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার এই মেলা হয়ে থাকে। এই মেলা এক রকমের লোক উৎসব। সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন।
এই মেলা ৩০০ বছরেরও বেশি সময় ধরে হয়। স্থানীয় মানুষের ‘মস্তরাম’ বাবার প্রতি আস্থা রয়েছে। মস্তরামকে নিয়ে আখ্যানও এলাকায় প্রচলিত। এই মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির কেন্দ্র।