Thursday, December 19, 2024

আলকাপ, মুর্শিদাবাদের জনপ্রিয় গ্রামীণ নাট্য

আলকাপ মুর্শিদাবাদে অত্যন্ত জনপ্রিয় গ্রামীণ নাট্য। আলকাপ পূর্ণাঙ্গ নাটক নয়, তাঁকে গ্রাম্য জীবনচিত্র ভিত্তিক নাটকীয় নক্সা বলা যেতে পারে। অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য লিখেছেন,  “আলকাপ শব্দটিতে সামাজিক ব্যঙ্গ বুঝায়; শব্দটি সম্ভবতঃ আরবি ভাষা থেকে সংগৃহীত। সামাজিক ও অর্থনৈতিক জীবনের নক্সাচিত্র নৃত্যে এবং সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়” ।

আলকাপ দলে সাধারণত পুরুষরাই মহিলা সাজেন এবং অভিনয় করেন। অধিকাংশ সময়েই আলকাপের বিষয় বস্ত হিসেবে উঠে আসে প্রতিদিনের জীবনের বিভিন্ন ঘটনা। স্বার্থপুর মোড়ল, দুষ্ট জমিদার , ব্যবসায়ী, কলহপ্রিয়া সতীনের মতো চরিত্র আলকাপে ঘুরেফিরে আসে।

তবে আলকাপে খুব গুরুত্বপূর্ণ কোন গল্প বলার চল নেই। জীবনের যে অংশে নরনারীদের চরিত্রের কোন দুর্বলতা প্রকাশ পায় তা উঠে আসে আলকাপে। আলকাপের পালার বিষয়বস্ত ও চরিত্র সময়ের সাথে সাথে পাল্টে যায়।

সাম্প্রতিক কালে আলকাপে করোনা অতিমারীর মতো বিষয়ও উঠে এসেছে। স্বাক্ষরতা, স্বাস্থ্য  সচেতনতার প্রচারে আলকাপের ব্যবহারের চল আছে।

জীবনের নাটকীয়  দ্বন্দ্ব এবং তাকে ঘিরে সরস সংলাপ আলকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

Hot Topics

Related Articles