Thursday, December 19, 2024

Rap গানের হাওয়া মুর্শিদাবাদেও Rap Song In Murshidabad

মুর্শিদাবাদের গায়ে লেগেছে র‍্যাপের হাওয়া। বাংলা র‍্যাপ নিয়ে হাজির মুর্শিদাবাদের দুই তরুণ। দেশজুড়ে তরুণ প্রজন্মের অনেকেই এখন  ৱ্যাপ song এ ‘ ফিদা ‘|মুর্শিদাবাদের দুই তরুণ যুবক শুভ্র ও রূপম এবার হাজির হয়েছেন বাংলা র‍্যাপ নিয়ে  | যাঁরা ‘ অলৌকিক’ ও ‘ ডেড হেড ‘ নামেও পরিচিত,  মুর্শিদাবাদে তথা পশ্চিমবঙ্গে সাড়া ফেলেছে তাঁদের কাজ “মুর্শিদাবাদী”-র মাধ্যমে |

গ্রাম থেকে উঠে নতুন শিল্পের উদ্ভাবন হতে পারে সেটাই তারা দেখাতে চাইছে | তাদের একসঙ্গে প্রত্যেকটি কথায় ফুটে উঠেছে তাদের সাথে বা তাদের জীবনে ঘটে যাওয়া অবহেলার কথা | যুগ বদলেছে, সমাজ  বদলাচ্ছে, মানুষ নতুন কিছু চায় | আর পাশ্চাত্য সংস্কৃতিকে মানুষ দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে, সে ক্ষেত্রে রাপ সং তাদের বিশেষভাবে সাড়া ফেলবে বলেই তারা জানাচ্ছে |

বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে রাপ সং এর বিভিন্ন প্রতিযোগীতাও টেলিভিশন হয়েছে | বহু বাংলা সিনেমা ৱ্যাপ সং এর ব্যবহার হচ্ছে| শুভ্র ও রুপম দুজনই লালবাগের ছেলে | তারা চায় র‍্যাপ গান শুনুক মানুষ | শুভ্র কিছুদিন আগে বাংলা সিনেমাতেও  কাজ করেছেন | শুভ্র চায় এই কাজ সে তার মুর্শিদাবাদ জেলা থেকেই শুরু করতে।

বাংলা র‍্যাপে একাধিক কাজ হচ্ছে বাংলাদেশে। তবে সঙ্গীত প্রেমীদের আশা, বাংলা র‍্যাপকে জনপ্রিয় করতে মুর্শিদাবাদের এই দুই তরুণের উদ্যোগ সফল হবেই।

Hot Topics

Related Articles