Sunday, December 22, 2024

কবিয়াল গুমানী দেওয়ান ও কবিগান

কবিয়াল গুমানী দেওয়ান মুর্শিদাবাদ জেলার গর্ব। ১৩০২ সালে গুমানি দেওয়ান জন্মেছিলেন। তাঁর মৃত্যু হয়েছিল ১৩৮০ সালের ২৬ শে বৈশাখ। খুব অল্প বয়স থেকেই তিনি কবিগানের সাথে যুক্ত হয়েছিলেন।

গুমানি পূর্বের কবিগান ছিল চটুল । শহরের মানুষের মনোরঞ্জনের দিকে ঝোঁক ছিল আগের প্রজন্মের কবিয়ালদের। গুমানী তাঁর তরুণ বয়সে বেলুডিয়া গ্রামে প্রথম  আত্মপ্রকাশের মধ্য দিয়ে নতুন আঙ্গিক ও প্রতিবার স্পর্শ রাখেন। গ্রাম কেন্দ্রিক, উন্নত চেতনার গান তিনি সামনে আনেন।

গুমানি দেওয়ানের গানে গ্রামের মানুষের দুঃখ কষ্টের কথা উঠে এসেছিল।

সেথা আমি কি গাহিব গান?
যেথা কোকিল কুজনে মুখরিত
চিরবসন্ত বিরাজমান,
যেথা নিত্য নব ভাবে শত অভিনয়
নব নব অভিযান,
যেথা রবিকরতেজে উছলিত সদা
আঁধারের অবসান৷
সেথা আমি কি গাহিব গান?
          অনী দাবি করেন,    রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গান শুনিয়েছিলেন গুমানী দেওয়ান।

Hot Topics

Related Articles