Monday, April 7, 2025

কবিগানে সমাজকে জাগিয়ে রাখেন দুলালী চিত্রকর

‘নারী- ডাক এসেছে পথে নামার, তোল রে হাতিয়ার। তোদের সমবেত হুঙ্কারে আজ ঘুচুক অন্ধকার’, গাইছেন দুলালী চিত্রকর । দুলালী চিত্রকর একজন শিল্পী  যিনি কবিগানের মাধ্যমে সমাজের নানান দিক মানুষের সামনে তুলে ধরেন। কু সংস্কার, জাত পাতের বিচার, লিঙ্গ বৈষম্য, অল্প বয়সে বিয়ে বন্ধ সব কিছুর হাতিয়ার করেছেন কবিগানকেই। মুর্শিদাবাদের মির্জাপুরের প্রত্যন্ত গ্রাম গণকর। একটা সময় ছিল যখন মহিলাদের বাড়ির বাইরে বেরনো ছিল অন্যায়। তখন দুলালী চিত্রকর কবিগান শুরু করেন। মোড়লদের রক্তচক্ষু, গ্রামের মানুষের বাঁকা চোখের চাউনি, কটু কথা কিছুই বাঁধা হয়ে দাড়ায়নি। দারিদ্রতা ছিল নিত্যসঙ্গী। দুলালী দেবী কবিগানকে জীবনের সঙ্গী করে শুধুই সামনের দিকে এগিয়েছেন। কবিদের আসরে প্রতিযোগিতায় তিনিই এখন শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেন। দুলালী চিত্রকরের নামেই এখন গোটা গ্রামের পরিচিতি। গ্রামের মেয়েদের মুখে প্রতিবাদের ভাষা যুগিয়েছেন দুলালী দেবী।

Hot Topics

Related Articles