পথ চলা শুরু হল মুর্শিদাবাদ বিষয়ক ওয়েবসাইট https://hellomurshidabad.com/ -এর । ২০২১ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যেয় বহরমপুর রবীন্দ্রসদনের মুক্তমঞ্চে ওয়েবসাইট উদ্বোধন করেন মুর্শিদাবাদের পুলিশ সুপার SP Murshidabad কে শবরী রাজকুমার K. SABARI RAJ KUMAR IPS । এই ওয়েবসাইটে মুর্শিদাবাদ জেলার পর্যটন, ইতিহাস, শিল্প, সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য পাওয়া যাবে। এক ক্লিকেই মিলবে জেলার বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি বিবরণ।
উদ্যোগকে শুভেচ্ছা জানান করেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার। মুর্শিদাবাদ কনক্লেভের প্রশংসাও করেন জেলা পুলিশ সুপার। কে শবরী রাজকুমার বলেন, “জেলার বিশেষ বিষয়গুলি সকলের সামনে তুলে ধরার জন্য যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভালো, প্রশংসনীয় । সরকারও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে”।