Community Youth Reporters মুর্শিদাবাদ জেলার কমিউনিটি ইউথ রিপোর্টারদের কাজকে স্বীকৃতি জানাল ইউনিসেফ। ১২ জানুয়ারি ইউনিসেফের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে ( সাবেক টুইটার) এবং অন্যান্য সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে প্রকাশ করা হয়েছে কমিউনিটি ইউথরিপোর্টারদের বিষয়ে একটি প্রতিবেদন। সঙ্গে লেখা হয়েছে, “মুর্শিদাবাদের নির্ভীক কমিউনিটি ইউথ রিপোর্টারদের সাথে পরিচিত হোন । বাল্যবিবাহ প্রতিরোধ থেকে পরিবেশগত সমস্যার সমাধানে , তারা গুরুত্বপূর্ণ গল্পগুলিকে প্রতিবেদনে তুলে ধরছে। ইমাজিন ( IMAGIN) , কলকাতা প্রেস ক্লাব ( Press Club Kolkata) এবং ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার ( UNICEF West Bengal ) সহায়তায়, তারা একটি সুন্দর আগামী গড়ার নেতৃত্ব দিচ্ছে” ।
Meet the fearless Community Youth Reporters from Murshidabad! From preventing child marriage to tackling environmental issues, they’re amplifying stories that matter. With support from IMAGIN, Press Club Kolkata, & UNICEF West Bengal, they’re leading the charge for a better tomorrow. #NationalYouthDay
Community Youth Reporters ভিডিওতে রয়েছে মুর্শিদাবাদের বলরামপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রী বৈশাখী ঘোষ , হরিহরপাড়া উচ্চবিদ্যালয়ের সোনালী দে, জি আলজিয়া আখতার থেকে চুঁয়াপুর বিদ্যানিকেতনের ছাত্রী সৌমিকা চক্রবর্তীরা । এরা সকলেই কমিউনিটি ইউথ রিপোর্টার । বাল্যবিবাহ রোধ, পরিবেশ রক্ষা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, টীকাকরণের মতো বিষয়ে কমিউনিটি ইউথ রিপোর্টাররা একাধিক প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদন দেখেছেন সরকারি আধিকারিক থেকে স্বাস্থ্য প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। জানা গিয়েছে, ভারতে ইউনিসেফের কাজের ৭৫ বছরে নিয়ে যে সব ভিডিও তৈরি হচ্ছে তার অংশ হিসেবে কমিউনিটি ইউথ রিপোর্টারদের কাজ নিয়ে এই প্রতিবেদন তৈরি হয়েছে ।
Community Youth Reporters মুর্শিদাবাদে ইমাজিন, কলকাতা প্রেস ক্লাব এবং ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ২৪ জন কমিউনিটি ইউথ রিপোর্টারদের নিয়ে ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে একাধিক কর্মশালা হয়েছে। নিজেদের প্রতিবেদন নিয়ে আলোচনা করেছেন কমিউনিটি ইউথরিপোর্টারা।
এই স্বীকৃতিতে খুশি কমিউনিটি ইউথ রিপোর্টাররা। হরিহরপাড়ার বাসিন্দা জি আলজিয়া আখতার বলেছেন, “আমাদের চারপাশের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে খবর করেছি। এই কাজ করতে পেরে আমরা খুব খুশি। এই স্বীকৃতী আমাদের সকলের”। বাল্যবিবাহ রোধ, পুষ্টি, পরিবেশ রক্ষা, টীকাকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী দিনে আরও প্রতিবেদন তৈরি করতে চাইছে মুর্শিদাবাদের কমিউনিটি ইউথরিপোর্টাররা। ইউনিসেফের এই স্বীকৃতী তাঁদের কাছে অন্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সকলেই।