Thursday, December 19, 2024

৪১ তম জেলা বইমেলা চলছে বহরমপুরে

বছরের শেষে বইয়েদের সাথে। বই মেলার আনন্দে মেতে উঠেছে শহর বহরমপুর। ৪১ তম মুর্শিদাবাদ জেলা বই মেলা জমে উঠেছে বহরমপুর র‍্যারাকস্কোয়ার ময়দান। এবছর বইমেলায় রয়েছে ৯৬ টি স্টল। বিভিন্ন প্রকাশনী সংস্থা বই মেলায় স্টল দিয়েছেন। শীতের দুপুরে বই মেলায় এসে স্টলে স্টলে ভিড় বই প্রেমীদের। আট থেকে আশির- বিভিন্ন স্বাদের বই এর খোঁজ পেতে চলছে খোঁজ। ২৬শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারী পর্যন্ত চলবে এবারের বই মেলা। প্রতিদিন সুপুর সাড়ে ১২ টা থেকে রাত্রি ৮ টা খোলা থাকবে এবারের বই মেলা। সবে মাত্র শুরু হয়েছে বই মেলা, শুরুর পর থেকেই আসতে আসতে ভিড় জমছে বই মেলা প্রাঙ্গনে।

বিভিন্ন প্রকাশনীর স্টল গুলিতে নিজেদের পছন্দের বই কিনতে ও দেখতে ভিড় জমছে। দুপুর থেকে মৃত রোগ গায়ে মেখে চলছে বইএর বিকিকিনি, সন্ধ্যা গরালে তার সাথে উপরি পাওনা হিসাবে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মঞ্চে। গত বছর এই জেলা বই মেলায় ১ কোটি ১৫ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল, এবার তার পরিমান বারবে বলেই আসা প্রকাশ করেছেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী দিদ্দিকুল্লা চৌধুরী। গত রবিবার বই মেলার উদ্ধোধনে এসে রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী দিদ্দিকুল্লা চৌধুরী বলেন মুর্শিদাবাদ জেলায় বই মেলা থেকে আমরা ১৫ লক্ষ টাকার বই কিনবো এবং সেগুলি জেলার সমস্ত লাইব্রেরীতে ভাগ করে দেওয়া হবে। গ্রামীন লাইব্রেরীতে ১০ হাজার টাকা, শহর লাইব্রেরীতে ১৩ হাজার টাকা এবং জেলা লাইব্রেরীতে ২৫ হাজার টাকার বই কেনা হবে।

Hot Topics

Related Articles