Murshidabad Tourism ভাগীরথী নদী থেকেই এবার যাওয়া যাবে হাজারদুয়ারি প্যালেস , ওয়াসিফ মঞ্জিল। ক্রুজে কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করা যাবে মনোরম সূর্যাস্ত । মুর্শিদাবাদের পর্যটনের মুকুটে নতুন পালক রিভার ক্রুজ। ২৫ ডিসেম্বর বড়দিনের সকালে উদ্বোধন হল “জলধারা ক্রুজ”। উদ্বোধন করলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র। ছিলেন সরকারি আধিকারিকরা।
Murshidabad Tourism কোন পথে চলবে এই রিভার ক্রুজ ?
জলধারা ক্রুজের রুট- বহরমপুরের কে এন কলেজ ঘাট থেকে ওয়াসিফ মঞ্জিল এবং ফিরে কে এন কলেজ ঘাটে আসবে ।
দুটি শিফট রাখা হয়েছে- সকাল ১০ টা থেকে দুপুর ২ টো। এবং বিকেল ৩ টে থেকে সন্ধ্যে ৭ টা।

ভাড়া কতো ?
৪ ঘণ্টার জন্য ভাড়া ৬ হাজার টাকা। লঞ্চের যাত্রী ধারন ক্ষমতা- সর্বোচ্চ ৩০ জন। বুকিং এর ক্ষেত্রে বহরমপুর এসডিও অফিস তদারকি করবে।
ক্রুজের উদ্বোধন করে মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র বলেন , “ বোট দুটি জনসাধারনের জন্য খুলে দেওয়া হল। জেলা প্রশাসন থেকে ভাড়া নিয়ে পিকনিক বা যেকোন অনুষ্ঠান ইত্যাদি করতে পারবেন পর্যটকরা । যাতে বোট দুটি সচল থাকে সেই উদ্দ্যেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় লঞ্চটিও মেরামত করে ফেরী পারাপারের জন্য ব্যবহার করা হবে” ।
Murshidabad Tourism কী উপভোগ করবেন ?
নদীপথে রিভার ক্রুজ মানেই প্রকৃতি ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন। বহরমপুর শহরের কেএন কলেজ ঘাট থেকে হাজারদুয়ারী প্যালেস অবধি গঙ্গার শান্ত বুকে ভেসে চলার এই যাত্রা আপনাকে নিয়ে যাবে এক স্মরণীয় অভিজ্ঞতার জগতে। চলুন জেনে নেওয়া যাক এই যাত্রাপথে আপনি কী কী দেখতে এবং উপভোগ করতে পারবেন।
কেএন কলেজ ঘাট থেকে রিভার ক্রুজ শুরু করতেই চোখে পড়বে শান্ত বয়ে চলা নদীর জল। দু’ধারের সবুজের ছোঁয়া আর পাখির কলকাকলিতে ভরে উঠবে চারপাশ। গঙ্গার জলরাশিতে সূর্যের আলো পড়লে সেই দৃশ্য হয়ে ওঠে মোহময়।
যাত্রাপথে গঙ্গার তীর ধরে দেখা মিলবে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রার। জেলেদের মাছ ধরার দৃশ্য, কৃষকদের মাঠে কাজ করা, কিংবা তীরবর্তী গ্রামের সরল জীবন এই যাত্রাকে আরও জীবন্ত করে তোলে।
Murshidabad Tourism এই যাত্রাপথে আপনি দেখতে পাবেন একাধিক পুরাতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থাপত্য। পথে জাহাজ থেকে দূর থেকেই চোখে পড়বে প্রাচীন মন্দির, মসজিদ এবং ব্রিটিশ আমলের স্থাপত্যের চিহ্ন। এগুলো একদিকে ইতিহাসের সাক্ষী, অন্যদিকে মনোরম দৃশ্য।

নদীপথে পৌঁছানোর পর আপনি দেখতে পাবেন হাজারদুয়ারী প্যালেস। এই স্থাপত্যের রাজকীয়তা এবং তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ক্রুজ থেকে এর বিশালতা এবং গঙ্গার তীরবর্তী এর অবস্থান বিশেষভাবে উপভোগ্য।
নদীর ধারে এই যাত্রাপথে আপনি পাবেন শীতল বাতাস এবং মনোমুগ্ধকর প্রকৃতির সান্নিধ্য। যাঁরা প্রকৃতিপ্রেমী, তাঁদের জন্য এই যাত্রা এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।
বিশেষ পরামর্শ
- ক্যামেরা সঙ্গে রাখুন, কারণ এই যাত্রায় প্রচুর ফটোগ্রাফি করার সুযোগ পাবেন।
- আরামদায়ক পোশাক পরিধান করুন এবং সানস্ক্রিন ব্যবহার করুন।
- স্থানীয় খাবার চেখে দেখতে ভুলবেন না, কারণ নদীপথের স্টিমারে বা গন্তব্যস্থলে পাওয়া যায় সুস্বাদু স্থানীয় রান্না।
এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি আপনার মন ও মস্তিষ্ককে নতুনভাবে সতেজ করে তুলবে। কেএন কলেজ ঘাট থেকে হাজারদুয়ারী প্যালেস অবধি গঙ্গার বুকে রিভার ক্রুজ একবার করলে তার স্মৃতি চিরকাল মনে থাকবে। জেলার পর্যটনের মুকুটে নতুন পালক রিভার ক্রুজ।