নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হচ্ছে শিল্পসম্ভার

নারকেলের ছোবড়া দিয়ে হাতের শিল্প তৈরি হয়? ভেবে অবাক হচ্ছেন তো! নারকেলের খোল দিয়ে অনেকেই বিভিন্ন রকমের মুখাবয়ব তৈরি করেন কিন্তু নারকেলের ছোবড়া দিয়ে আসতো একটি সরস্বতীর মূর্তি বা বিভিন্ন ধরনের মূর্তি বানানো কিন্তু সহজ কথা নয়; এই নারকেল ছোবড়া দিয়ে বিভিন্ন রকমের শৈল্পিক জিনিসপত্র বানানোর কাজ করে যাচ্ছেন বহরমপুরের সুশান্ত বিশ্বাস | হাজার 1996 সাল থেকে একটি হস্তশিল্প মেলা থেকে তার একটি প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় এই শৈল্পিক যাত্রা | তারপর ধীরে ধীরে নারকেল চোপড়া কে কিভাবে শিল্পমাধ্যমে ব্যবহার করা যায় সেই ভাবনায় করতে থাকেন | বর্তমানে এই নারকেল ছোবড়া দিয়ে বানানো বিভিন্ন জিনিসপত্র দেশ বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে যেমন প্রদর্শিত হয় | এই নারকেল ছোবড়া দিয়ে তিনি বানিয়েছেন সরস্বতীর মূর্তি, বিভিন্ন রকমের ফুলদানি, দুর্গা মূর্তি আরো বিভিন্ন রকমের স্কাল্পচার | আস্ত নারকেল কে কেটে সুন্দর মুখাবয়ব যেমন তিনি দেন তার পাশাপাশি নারকেলের ছোবড়া কে সুন্দর করে কেটে কেটে বিভিন্ন রকমের নকশা করে তিনি তৈরি করেন বিভিন্ন রকমের জিনিসপত্র |

সুশান্তবাবু শুধুমাত্র এই নারকেল চোপড়া দিয়েই কাজ করে থেমে থাকেননি তার পাশাপাশি তিনি শোলার কাজ করেন এবং অন্যান্য বিভিন্ন শৈল্পিক বিষয় নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করে থাকেন|

সুশান্তবাবু শুধুমাত্র হস্তশিল্পের ই একজন মানুষ নন এর পাশাপাশি তিনি মুর্শিদাবাদের বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করেছেন | গবেষণা করেছেন মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী মেলা, মুর্শিদাবাদের লোক ও ছড়া, বদর পীরের গান, মুর্শিদাবাদের পঙ্ক শিল্প,মুর্শিদাবাদের সমাধি আরো বিভিন্ন বিষয়ের উপর |

প্রায় ষাটোর্ধ্ব এই তরুণ যুবক এখনো পর্যন্ত এই ধৈর্যের সাথে নারকেল চোপড়া কেউ কিভাবে শৈল্পিকভাবে ব্যবহার করা যায় সেই কাজ এখনো করে যাচ্ছেন | যে সকল তরুণ বা তরুণীর শিল্পের সাথে যুক্ত বা শিল্প নিয়ে ভাবছেন তাদের জন্য একটাই কথা তিনি জানাচ্ছেন শিল্প বিষয়টাই ধৈর্যের বিষয়ে যে কোন শিল্পী ধৈর্যের মাধ্যমে একটি সুন্দর সুনিপন কাজ দাঁড় করায় |